গরিব জীর্ণশীর্ণ বাসগুলো দেখলে লজ্জা লাগে: ওবায়দুল কাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী উদ্যোগের ফসল এই মেট্রোরেল। বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা মেট্রোরেল এর ব্রান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এখান থেকে বের হয়ে যখন রাস্তায় যাবো তখন গরিব গরিব চেহারার জীর্ণশীর্ণ বাসগুলো দেখা যাবে। এসব দেখলে আসলেই লজ্জা লাগে। আমাদের এতো সুন্দর মেট্রোরেলের যুগে এমন জরাজীর্ণ বাসগুলো কি মালিক সমিতির লোকেরা দেখেন না? তারা কি বিদেশ যান না?

তিনি বলেন, প্রোগ্রাম শেষ করে যখন রাস্তায় যাবো তখন ওই গরিব গরিব জীর্ণশীর্ণ বাসগুলো দেখলে লজ্জা লাগে। আমাদের এতো সুন্দর মেট্রোরেলের যুগে এমন জীর্ণশীর্ণ বাস এগুলো কি মালিক সমিতির লোক দেখেন না? তারা কি বিদেশ যান না?

বিজ্ঞাপন

টিভতে দেখি আফ্রিকান ছোট ছোট গাড়ি চলে, সেগুলো দেখতে অনেক সুন্দর। অথচ এই শহরের বাসগুলো জীর্ণশীর্ণ

তিনি বলেন, এই জীর্ণশীর্ণ বাস নিয়ে আমরা মিটিং করে বিআরটিএ এর সাথে কথা বলেও সমাধান করতে পারেনি। ঢাকার সাথে এসব যায়না। আজ আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্নফুলীও শেষ। আমাদের মেট্রোরেল অনেক সুন্দর, শব্দ দূষণ নেই। অথচ পিলারগুলো পোস্টার দিয়ে ভরা। অপরিচ্ছন্ন নোংরা। মেট্রোরেল আমাদের সম্পদ।
আশা করছি ২০৩০ সালের মধ্যে আমরা ৬টি এম আর টি লাইনের কাজ শেষ করতে পারবো। ইতোমধ্যে ১ ও ৫ এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে।

এসময় মেয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে সহযোগিতা করুন। যে বাসগুলো চলে, সেগুলো দেখতে ভীষণ খারাপ লাগে।