মালা কেমিক্যালকে ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 02:37:56

রাজধানীর আরমানিটোলায় মালা কেমিক্যালকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। খাদ্য পণ্যে ও প্রসাধনী শিল্পে ব্যবহার্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় এ দণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া এ ঘটনায় ৪৫ টন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল থেকে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা। অভিযানটি রাত ৮টা পর্যন্ত চলে বলে র‍্যাব-১০ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সারওয়ার আলম বার্তা২৪.কম-কে বলেন, 'খাদ্য পণ্যে ও প্রসাধনী শিল্পে ব্যবহার্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ বিক্রয় ও সংরক্ষণের দায়ে মালা কেমিক্যালকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৪৫ টন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর