ভবনে আরও লাশ আছে কিনা, খুঁজে দেখা হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:58:45

বনানীর এফআর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালসহ সব মিলে মারা গেছে ১৯ জন। এখন ভেতরে আরও লাশ আছে কিনা সেটি খুঁজে দেখতে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের সর্বশেষ এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক প্রশাসন ও অর্থ শামীম আহসান চৌধুরী।

তিনি বলেন, ‘যেহেতু ভবনটিতে বিদ্যুৎ নেই। সে ক্ষেত্রে ভেতরে কতজনের লাশ আছে বোঝা যাচ্ছে না। এ জন্য এখন ভালভাবে খুঁজে দেখা হচ্ছে। ভেতরে আরও লাশ থাকতে পারে।’

ভবনের আগুন নির্বাপক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ভবনটি আধুনিক হলেও আগুন নির্বাপক কোনো ব্যবস্থা ছিল না। আর ভেতরে জায়গা কম। তাই আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছি। আমরা মনে করি না, এখানে আমরা ধীরগতিতে কাজ করেছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর