জটিলতা তৈরি হওয়া লাশটিও হস্তান্তর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 21:44:51

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহমেদ জাফর নামে আরেও একজনের লাশ হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রাকিব হাসান বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে আমরা আরেও একজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এ পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে ১০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।'

নিহত আহমেদ জাফর (৫৯) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নবীনগররের হেলাল উদ্দিনের ছেলে। ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ নিয়ে যান বনানী থানার এস আই ফরিদুল। সেখানে ময়নাতদন্তের পর তার মরদেহ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। আগেই ২৪ জনের লাশ হস্তান্তর হলেও জাফর আহমেদের লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে তার লাশটিও পরিবারের কাছে হস্তান্তর করে।

এ সম্পর্কিত আরও খবর