তরুণদের উদ্দেশে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যন সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, `সন্তানরা তোমরা বিনয়ী মানুষ হও, তোমরা সুন্দর মানুষ হও। তোমরা মাটি হয়ে যাও। রুমী বলেছেন, পাথরে ফসলাদী জন্মে না। তাই তোমরা মানুষ হও, মাটি হও, ভালো মানুষ হও।’
শনিবার (৬ এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও সংগীতানুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুফি মিজান বলেন, ‘পৃথিবীর জমিনে যেদিকে যাও, প্রমাণ করো এটা সোনার বাংলাদেশ।’
তিনি বলেন, ‘হযরত ওমর (রা:) তাঁর সময় নাগরিকদের নিয়ম কানুন শিখিয়েছিলেন। ফলে মামলা মোকাদ্দমা ছিল না। ঐ সময়ে ওমর রাতে ছদ্মবেশ বের হতেন, মানুষের খোজঁখবর নিতেন। আজকে যারা প্রতিষ্ঠিত, তারা এমনিতে হননি, অনেক অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে হয়েছে।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সুফি মিজান বলেন, ‘দেশের উন্নয়নের সাথে চট্টগ্রামও এগিয়ে গেছে। চট্টগ্রামের জমি ইঞ্চি হিসেবে বিক্রি হবে আগামীতে।’
অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নাসিরাবাদ সোসাইটির মাঠের উন্নয়ন করেছি। এটি সোসাইটির সবাই রক্ষণাবেক্ষণ করতে হবে। বাংলাদেশ ২৫ আগে এক রকম ছিল। এখন অনেক এগিয়ে। ক্রিকেটেও বাংলাদেশ অনেক দুর এগিয়ে।’
প্যাডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান বলেন, ‘আগামী প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সামাজিক দায়বদ্ধতা থেকে স্পন্সর করি। ক্রীড়ায় স্পন্সর করা মানে হলো ক্রীড়াকে এগিয়ে নেওয়া। স্বাধীনতার আগেও চট্টগ্রাম ক্রীড়ায় অনেক এগিয়ে ছিল। এখন অনেক পিছিয়ে।’
এলিট পেইন গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, ‘সংবর্ধনা হচ্ছে কাজের স্বীকৃতি। এতে উৎসাহ বাড়ে।’
ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী বলেন, ‘আগে ফুটবল তুঙ্গে ছিল, পরে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সংগ্রাম শুরু করেছিলাম। এখন আমি বৃদ্ধ। তবে ক্রিকেট অনেক এগিয়েছে। খেলোয়াড় সৃষ্টির জন্য স্পন্সরকারী ব্যক্তিদের মর্যাদা দেওয়ার অনুরোধ করছি।’
ক্রিকেটে চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য মেয়র নাছিরের প্রতি আহ্বান জানান শাহেদ আজগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ মহসিন।