চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি১২৮ ফ্লাইটের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এ ঘটনায় একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’