চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' হত্যা মামলার প্রধান আসামি নিহত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-09-01 15:55:53

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাইফুল (২৮) নামে এক হত্যা মামলার প্রধান আসামি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নগরীর বাকলিয়ার ফুলকলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল নগরীর সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। তিনি লোকমান হোসেন জনি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বার্তা২৪.কমকে জানান, ৮ এপ্রিল ফটিকছড়ি উপজেলা থেকে রনি হত্যার দুই আসামি মো. সাইফুল ও জিয়া উদ্দিন বাবলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে সাইফুলকে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি ছুড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) রাতে বাকলিয়া ফুলকলি এলাকায় মাথায় গুলি করে লোকমান হোসেন রনিকে হত্যা করা হয়। এরপর লোকমানের মা রোকেয়া বেগম সাইফুলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর