সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় নুসরাত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:43:09

ফেনী থেকে: সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৭৫ শতাংশ আগুনে ঝলসে যাওয়া দেহ নিয়ে নুসরাত নিজেও কষ্ট পেয়েছিল বেশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিয়া গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এর আগে বিকেল ৫টার দিকে নুসরাতের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। সেখানে মিনিট দশেক রাখার পর সোনাগাজী পৌরসভা বাজারস্থ সাবের স্কুল মাঠে আনা হয়। সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাজার থেকে নুসরাতের বাড়ি দুই কিলোমিটার দূরত্ব হলেও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের পেছন পেছন মানুষ জানাজাস্থলে যান। কানায় কানায় পূর্ণ হয় পুরো স্কুল মাঠ।

জানাজার নামাযে ইমামের দায়িত্ব পালন করেন নুসরাতের বাবা মাদরাসা শিক্ষক মাওলানা কেএম মুসা। জানাজা নামাজ পড়ানোর সময় তিনি বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়েন।

এর আগে নুসরাতের মরদেহ তার নিজ বাড়িতে নেওয়া হলে তাকে এক পলক দেখার জন্য ভিড় জমান আশপাশের এলাকা থেকে আসা মানুষ। আর পৌরসভার বাজারে সড়কের দুই পাশে দাঁড়িছিলেন এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা।

উল্লেখ্য, ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলীম পরীক্ষা চলাকালে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেদিনই দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয় নুসরাতকে। ৭৫ ভাগ পুড়ে যায় তার শরীর। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মেয়ের জানাজার ইমাম বাবা

এ সম্পর্কিত আরও খবর