মিরপুরের আগুন নিয়ন্ত্রণে দুই ফায়ার সার্ভিস কর্মী অসুস্থ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:47:40

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বরে কচুক্ষেতের পুলপাড়ের চেরি নামক পোশাক কারখানার অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অপারেশন) দিলীপ কুমার গণমাধ্যম কর্মীদের জানান, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা নেই। আগুন লাগা ভবনটির ছয় তলায় গার্মেন্টস পণ্য ছিল, তবে কোনো মানুষ ছিল না। যে কারণে অনেক ধোঁয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সাথে সমন্বয় করে সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। ফায়ার সার্ভিসের ইউনিটের বাইরে নৌবাহিনীর বিশেষ একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল। তবে সেটি কাজ করার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে প্রথম থেকেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে আসছিল এই বাহিনী।

অন্যদিকে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পালন করেছন।

আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন: মিরপুরের আগুন দেখতে উৎসুক জনতার ভিড়

আরও পড়ুন: মিরপুরে আগুনের ঘটনায় হতাহতের সম্ভাবনা নেই

এ সম্পর্কিত আরও খবর