শাহজালালের মাজারে মুসল্লিদের ভিড়

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-26 16:15:12

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে ইসলাম ধর্মের পবিত্র এই রাতটি পালন করছেন মুসল্লিরা।

প্রতিবছরের মতো এবারো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে সিলেটে অবস্থিত দুই ওলির মাজারে।

শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে নগরের দরগাহ গেট এলাকায় হযরত শাহজালাল (রহ.) ও খাদিমনগরের হযরত শাহপরানের (রহ.) মাজারে ভিড় করেছেন মুসল্লিরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এই দুই মাজারে ভিড়।

দেশের বিভিন্ন স্থান থেকে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), তার ভাগ্নে হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বোরহান উদ্দিন (রহ.) সহ অন্যান্য ওলি-আউলিয়ার মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন ভক্তরা।

শবে বরাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তথা প্রার্থনার জন্য মুসলিম ধর্মাবলম্বীরা সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মসজিদে ভিড় করেন। অনেকে আবার মাজার ও কবরস্থানে যান মোনাজাত করার জন্য।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, শবে বরাত উপলক্ষে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর