ব্র্যাকের শিক্ষার্থী লাবণ্য নিহতের ঘটনায় উবার চালক আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-26 19:20:21

সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হওয়ার ঘটনায় তাকে বহনকারী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটরসাইকেল চালক সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বার্তা২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ সড়ক দুর্ঘটনার উবারের চালক সুমনও আহত হয়েছিল। কিন্তু সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১ টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের একটি বাসার ষষ্ঠ তলা থেকে তাকে আটক করা হয়। এছাড়া বাসার গ্যারেজ থেকে লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় সে ভুল ঠিকানা উল্লেখ করে। উবার চালক হিসেবে রেজিস্ট্রেশনের সময়ও সে যে ঠিকানা ব্যবহার করেছে, সেটাও সঠিক নয়। পাশাপাশি কিস্তিতে মোটরসাইকেলটি কেনার সময় সে যে ঠিকানা ব্যবহার করেছে, সেটাও সঠিক পাওয়া যায়নি।’

সুমনের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘লাবণ্য শ্যামলীর ৩ নং রোডের ৩১ নং বাসার সামনে থেকে সুমনের বাইকে ওঠেন। রাস্তায় যানজট ছিল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছাকাছি পৌঁছামাত্র এক ব্যক্তিকে বাইকের সামনে দৌড়ে রাস্তা পার হতে দেখে সুমন বাইকে ব্রেক করে। ফলে লাবণ্য মোটরসাইকেলের ডানদিকে পড়ে যান। এ সময় একটি কার্ভার্ড ভ্যান পেছন দিক থেকে লাবণ্যকে ধাক্কা দিয়ে চলে যায়।’

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

ফাইনালের খাতা দেখা হলো না ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লাবণ্যের

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের প্রতিষ্ঠান উবারের মোটরসাইকেল আরোহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য ঘটনাস্থলে নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর