শনিবার আঘাত হানতে পারে ‘ফোনি’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-23 22:34:28

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফোনি’ অগামী শনবিার (৪ মে) সকাল নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (১ মে) সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ফোনি’র বিষয়ে জরুরি প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা, ‘সাতক্ষীরা রংপুর হয়ে দিনাজপুরের দিকে যেতে পারে। একই সঙ্গে কক্সবাজার ও চট্রগ্রামে আঘাত হানতে পারে। তবে ফনি ৪ মে সকাল নাগাদ এ আঘাত হানতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, ঘূর্ণিঝড়টি ডে রিকেশন আছে সেই ডিরেকশনে যদি এগোতে থাকে, তাহলে এটা প্রথমে ভারতের ওড়িশায় আঘাত করবে, এরপর পশ্চিম বাংলায় আঘাত করবে। দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চল হয়ে সাতক্ষিরা অঞ্চলে আঘাত করবে।’

আর যদি দিক পরিবর্তন করে বাংলাদেশের দিকে আসে তাহলে খুলনা, মংলা, সাতক্ষীরা, চট্রগ্র্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ১ হাজার কিলোমিটার দূরে বর্তমানে গভীর সমুদ্রে অবস্থান করছে। এটি যদি গভীর সমুদ্র থেকে সরাসরি মংলা হয়ে বাংলাদেশে আঘাত হানে, তাহলে ভয়াবহ ক্ষতির শঙ্কা রয়েছে। আর যদি এটি ভারতের পশ্চিম বঙ্গ এবং ওড়িশা হয়ে আমাদের দেশে আসে তাহলে তা অনেকটাই হালকা হয়ে যাবে। এতে ক্ষতির শঙ্কা কম থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ভারতের পশ্চিম বঙ্গ এবং ওড়িশায় রেড এলার্ট জারি করেছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দর এলাকাগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এটি পরবর্তীতে ৫, ৬ বা ৭ নম্বর সংকেতে উন্নীত হতে পারে। এ বিপদ সংকেত বেড়ে যদি ৮, ৯ বা ১০-এ উন্নীত হয়, তাহলে তা হবে মহাবিপদ সংকেত।

আরও পড়ুন: ফোনি বাংলাদেশে আঘাত হানলে ভয়াবহ ক্ষতির শঙ্কা

আরও পড়ুন: ভয়ঙ্কর ফোনির প্রভাবে সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

আরও পড়ুন: ভয়ঙ্কর 'ফোনি' ওড়িশায় আঘাত হানবে, বাংলাদেশেও প্রভাব পড়বে

এ সম্পর্কিত আরও খবর