‘দুর্নীবাজদের বিষদাঁত ভেঙে দিতে হবে’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 18:23:28

ব্যাংকখাতে লুটপাট, শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসসহ সবখানে দুর্নীতিবাজদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দুর্নীবাজ নামের শকুনদের বিষদাঁত ভেঙে দিতে হবে। তাদের উৎখাত করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, ‘গুটিকয়েক লোকের টাকার নেশা, ক্ষমতার নেশা দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এটা আমরা হতে দিতে পারি না। দুর্নীতিবাজদের মনে রাখতে হবে, তারা যে সম্পদ অর্জন করেছে, তা ভোগ করতে পারবে না। শরীর-স্বাস্থ্যের কারণে পারবে না, বয়সের কারণেও না।’ তিনি বলেন, ‘কোথাও যেন দুর্নীতির গন্ধও না থাকে, তার জন্য যার যার অবস্থান থেকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা আশা করতে পারি, দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।’ দুর্নীতি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ার বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এক কথা বলি, আমরা তোমাদের ছাড়ব না। তোমাদের অপকর্ম সহ্য করব না।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের জীবনটা কত বড়, বলো? এতটুকু ছোট্ট একটা জীবন। আমি যদি দুর্নীতিবাজ হই, অসৎ হই, তাহলে আমার জীবনে কোনো আনন্দ নাই। আয়নার সামনে দাঁড়াও, দেখো নিজেকে, তোমার মন বলবে- একটা চোর দাঁড়িয়ে আছে। তখন কেমন লাগবে বলো?’ তিনি বলেন, ‘আজকে এইখান থেকে এক লাখ টাকা চুরি করেছি, অমুক জায়গা থেকে ১০ কোটি টাকা চুরি করেছি, জীবনে কোনো আনন্দ আছে? নাই। জীবনটাকে আনন্দময় করতে হবে। আমি যদি জীবনে আনন্দ পেতে চাই, সুখী হতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে- আমি সৎ থাকব, অন্যায় করব না, অন্যকে অন্যায় করতে দেব না, অন্যের জন্য স্বার্থহীনভাবে কিছু করব।’ আলোচনা সভায় অন্যদের মধ্যে দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদক সচিব শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর