বাসের অগ্রিম টিকিট পেতে কাউন্টারে দীর্ঘ লাইন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:08:58

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন রুটের সকল কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

আরও পড়ুন: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শুক্রবার (১৬ মে) কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে টিকিট প্রত্যাশীদের এমন দীর্ঘ লাইন এর চিত্র চোখে পড়ে। শ্যামলী, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস সহ বেশিরভাগ কাউন্টারেই টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ যাত্রীদের।

টিকিট প্রত্যাশী খোরশেদ আলম বার্তা২৪.কম-কে বলেন, 'ভোর ৪টায় রংপুর যাওয়ার টিকিট নেওয়ার জন্য এসেছি। এখনও টিকিট পায় নাই, অনেক ভিড়। যারা কাউন্টারে টিকিট দিচ্ছে, খুব আস্তে আস্তে দিচ্ছে। এই জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।'

রাসেল মিয়া বার্তা২৪.কম-কে বলেন, 'দিনাজপুরের অগ্রিম টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমি দশ মিনিট ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এভাবে যদি চলতে থাকে লাইনের সারি আরও দীর্ঘ হতে থাকবে।'

শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গের জিএম মোঃ আলমগীর কবির বার্তা২৪.কম-কে বলেন, 'সকাল ছয়টা থেকে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে টিকিট প্রত্যাশীদের এই দীর্ঘ লাইন কমে যাবে। সকল রুটের পর্যাপ্ত টিকেট আমাদের আছে।'

এ সম্পর্কিত আরও খবর