সওজের নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:54:38

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এসএম কামরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি  মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

বুধবার(২৯ মে)  দুদকের সহকারী পরিচালক মাহবুল আলম বাদী হয়ে রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় অসৎ উদ্দেশ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩০ লক্ষ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্যা প্রদান এবং ৬৪ লক্ষ ৩৫ হাজার ৫৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে ও তার স্ত্রী বিরুদ্ধে  ১ কোটি ৭৮ লাখ ৩৩  হাজার ০০৯ টাকার সম্পদের তথ্য  গোপন করে মিথ্যা তথ্যা প্রদান এবং ২ কোটি ৪ লাখ ৪ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলের অভিযোগ জানানো হয় ।

এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় রমনা থানায় ৬৭ নাম্বার মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর