চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুন হওয়া সন্ত্রাসী অমিত মুহুরীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামলায় একমাত্র আসামি করা হয় আরকে বন্দি রিপন নাথকে। রিপন নাথের সঙ্গে অমিতের মারামারির ঘটনা ঘটেছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রাতে কারাগারের অমিত খুন হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, কারাগারের ৩২ নম্বর সেলে বন্দী রিপনের সঙ্গে অমিত মুহুরীর মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইটের আঘাতে গুরুতর আহত মুহুরী। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে এক দল যুবক হাসপাতালে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুন: ভয়ঙ্কর খুনি ছিলেন অমিত