বাংলাদেশি হত্যা করে দুঃখ প্রকাশ বিএসএফ’র

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 00:15:43

  দিনাজপুর সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবককে হত্যার পর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত থেকে ৮০ গজ দূরে পড়ে ছিল নিহত যুবকের লাশ। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছে বাংলাদেশি যুবক মোজাফফর আলীকে (৩২) গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত মোজাফফর আটোর গ্রামের আবু তাহেরের ছেলে। বাংলাদেশি হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম ও বিএসএফ’র রায়গঞ্জ ৪১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক উমেশ্বর রায় পতাকা বৈঠকে নেতৃত্ব দেন। বিজিবির লিখিত প্রতিবাদের পরিপ্রেক্ষিতে হত্যাকা-ের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। পতাকা বৈঠকের পর নিহত মোজাফফরের লাশ প্রথমে কোতয়ালি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। এরপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় কোতয়ালি থানায় জিডি দায়ের করা হয়েছে। বিজিবির ২৯ ব্যাটালিয়নের কর্মকর্তা সাইফুল বলেন, ‘কিছু লোক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে সেখানে টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ওই দলে থাকা মোজাফফরের মৃত্যু হয়।’ তিনি বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর