শাহাজালালে ২৪ বিরল প্রজাতির বিদেশি পাখি আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:58:26

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কাতার থেকে আগত (QR-৬৩৪) একটি ফ্লাইট করে আফ্রিকা থেকে পাচার হয়ে ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি বাংলাদেশে আসবে। সেই তথ্য অনুযায়ী ফ্লাইটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দাদের একটি দল উড়োজাহাজটিতে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘উড়োজাহাজটিতে তল্লাশির একপর্যায়ে পাখিগুলো শনাক্ত করা হয়। পাখিগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট ইন্টারনেশনাল।’

পরিবেশ অধিদফতরের সঙ্গে আলোচনার করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর