‘নারীর ক্ষমতায়নের সূচক উন্নত দেশের তুলনায় ভালো’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 06:27:29

দেশে নারীর ক্ষমতায়ন ও উন্নত জীবন ব্যবস্থার সূচক পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ক্ষেত্রে শিশুদের মনন, মূল্যবোধ ও দেশাত্মবোধ তৈরিতে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৯ জুন) সন্ধ্যায় নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে বাংলাদেশ বেতারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বহিরাঙ্গণ এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর দেশের গড় আয়ু ছিল ৪৪ বছর যা এখন ৭৩ বছর হয়েছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও বিচক্ষণতায় এটি বাস্তবতায় প্রতিফলিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন সূচকের বৈপ্লিবিকক পরিবর্তন হয়েছে। অগ্রযাত্রার এমন ধারা ধরে রাখতে সবাইকে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। এমন প্রজন্ম তৈরি করে যেতে হবে যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’


মুখ্য আলোচকের বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া সঙ্গী হিসেবে শিশুরাই আগামী দিনের সম্পদ। তাই তাদের যত্ন নিতে হবে। দেশপ্রেম আর মূল্যবোধের শিক্ষায় শিশুদের গড়ে তুলতে হবে। দেশে প্রায় অর্ধেক নারী, কিন্ত অবলা নয়। নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বেশি গড় আয়ুর মানুষ এখন বাংলাদেশে, যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের চেষ্টায়। নারী ও শিশুরা যাতে সর্বোচ্চ পুষ্টিগুণে বেড়ে ওঠে, সেই লক্ষ্যে সরকার ব্যাপক প্রকল্প গড়ে তুলেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, ‘আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃ ও শিশু মৃত্যু কমেছে। প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। তিনি জানেন দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রধানমন্ত্রী নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন।’

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হাসেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজাহারুল হক।

এ সম্পর্কিত আরও খবর