বরগুনায় বিদেশি পিস্তল দিয়ে গুলি, পিস্তলসহ আটক ১ 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনার তালতলীতে প্রতিপক্ষকে অবৈধ বিদেশি পিস্তল দিয়ে গুলি করে আহত করার অভিযোগে পিস্তলসহ জাকির হাওলাদারকে আটক করেছে পুলিশ।

আজ (২৫ নভেম্বার) সোমবার সকাল আটটার দিকে পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া গ্রামের এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ডাকাত সন্দেহ করে গত ১০ নভেম্বর মোঃ হাসান ওরফে পিচ্চি হাসানকে এলাকাবাসী কুপিয়ে যখম করে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসানের অনুসারী জাকির হাওলাদার সহ কয়েক জন স্থানীয় সগীর হাওলাদারের সাথে তর্ক-বিতর্ক করেন। এর এক পর্যায় জাকির হাওলাদার অবৈধ বিদেশি পিস্তল দিয়ে ছগির হাওলাদারকে লক্ষ করে গুলি করে।

এতে ছগির হাওলাদারের পায়ে গুলি লাগে। পরে ঘটনের স্থানে পুলিশ এসে অভিযুক্ত জাকির হাওলাদার সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।

বিজ্ঞাপন

বড় পাড়া গ্রামের খালেক বলেন, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ ফরিদুল ইসলাম বলেন, জাকির হাওলাদার কে আটক করা হয়েছে। ছগির হাওলাদার ও জাকির হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ রয়েছে।