পরিবেশ দূষণের জেরে এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসাথে প্রতিষ্ঠানটিকে তরল বর্জ্য শোধনাগার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুন) সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানিসম্পদ মন্ত্রণালয় ও হালদা পাড়ের মানুষের সঙ্গে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হালদা নদীতে পোনা সংগ্রহকারী ও জেলেরা নদী দূষণ নিয়ে পেপার মিলের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান, প্রতিষ্ঠানটির বর্জ্য বিভিন্ন ছড়া হয়ে হালদা নদীতে গিয়ে পড়ছে।
অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলাকে মামলা করার নির্দেশ দেন এবং পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করতে বলেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হোসেন বার্তা২৪.কমকে জানান, প্রতিষ্ঠানটির বর্জ্য শোধনাগার না থাকায় এর বর্জ্য বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে। আমরা তাদের জরিমানা করেছি এবং শোধনাগার চালু করতে নির্দেশ দিয়েছি।