ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারে মাঝরাতে অভিযানে পুলিশ

ঢাকা, জাতীয়

শাহরিয়ায় হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:06:07

ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন এখনো লাপাত্তা। কোনোভাবেই তার সন্ধান পাচ্ছে না পুলিশ। ১৫ দিন আগেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু তাকে এখন পর্যন্ত গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।

মোয়াজ্জেমের গ্রেফতার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রীরাও কথা বলেছেন। তবে ফেনী জেলা পুলিশের তথ্যমতে, রাজধানীতেই আত্মগোপনে আছেন মোয়াজ্জেম।

পুলিশের এক সূত্র বলছে, 'এমন খবরে রাতেই রাজধানীতে ছুটে এসেছে ফেনী জেলা পুলিশের একটি দল। মোয়াজ্জেমের বিগত কয়েকদিনের কললিস্ট সংগ্রহ করেছেন তারা। সেই তথ্যের ওপর ভিত্তি করে রাজধানীর কল্যাণপুর, বাড্ডা আর যাত্রাবাড়ীতে চলছে একযোগে পুলিশের অভিযান।'

সূত্র আরও বলছে, 'ফেনী জেলা পুলিশের কাছে তথ্য আসে, কল্যাণপুরে আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন মোয়াজ্জেম। ফেনী থেকে ঢাকা আসতে মাঝপথেই অভিযানের খবর শুনে অবস্থান পরিবর্তন করতে পারেন মোয়াজ্জেম। উঠতে পারেন বাড্ডায় আরেক আত্মীয় বাসায়।'

এতে পুলিশও অভিযানের পরিকল্পনায় পরিবর্তন আনেন। মোয়াজ্জেম অবস্থান পরিবর্তন করতে পারে এমন সম্ভব্য একাধিক জায়গায় একযোগে অভিযান চালাচ্ছে পুলিশ।

এসব তথ্য অস্বীকার করেননি সোনাগাজী থানার ওসি মাঈন উদ্দিন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'পুলিশ সদর দফতরের নির্দেশে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। ঢাকায় ফেনী জেলা পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে তার একাধিক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।'

আরও পড়ুন: ওসি মোয়াজ্জেম কি দেশ ছেড়েছেন?

তবে রাত ২টা পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেননি দায়িত্বশীল কোনো পুলিশ কর্মকর্তা।

এদিকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসা কর্তা ব্যক্তিরা বলছেন, ওসি মোয়াজ্জেম পালিয়েছেন। তাকে খুঁজে পেতে সময় লাগছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, ওসি মোয়াজ্জেম কোথায় পালিয়েছেন? তিনি কি গোপনে দেশ ছেড়েছেন! এমন প্রশ্নেরও উত্তর দিচ্ছে না সংশ্লিষ্ট কেউই।

তবে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলছেন, 'ওসি মোয়াজ্জেমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কর্মস্থল রংপুর, ঢাকায় অথবা স্থায়ী ঠিকানা যশোরে। হয়তো এমন হয়েছে , তিনি দেশ ছেড়েছেন। যদি এমনই হয়ে থাকে, এমন দেশ ত্যাগ পুলিশ বিভাগকে লজ্জায় ফেলবে।'

সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বার্তা২৪.কম-কে বলেন, 'ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার অভিযান চলছে। তাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।'

উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহর বিরুদ্ধে মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা করেন নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার। মামলার পর থেকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহ ও তার অনুসারীরা বিভিন্নভাবে নুসরাত ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

এ বিষয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ জানাতে গেলে মোয়াজ্জেম তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায়, নুসরাতকে বেশ কিছু আপত্তিকর প্রশ্ন করেন তিনি। নুসরাতের মৃত্যুর পর ভিডিওটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক এ ঘটনায় বাদী হয়ে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর