জজের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 08:28:41

যশোর থেকে সদ্য বদলি হওয়া স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে । বৃহস্পতিবার জেলা জজ আদালতে অভিযোগ দায়ের করেন নির্মল কান্তি বৈরাগী নামে একজন আইনজীবী সহকারী । বিচারক মো. আমিনুল ইসলাম তার আবেদনটি গ্রহণের ব্যাপারে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট এমএগফুর সাংবাদিকদের জানান, অভিযোগ দায়েরকালে বাদীর পক্ষে আদালতে উল্লেখযোগ্য আইনজীবী উপস্থিত ছিলেন। এদিকে, জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলী রায়হানের নেতৃত্বে যশোর বারের আইনজীবীদের একটি অংশ বিচারকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিরোধিতা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়। বাদীর অভিযোগ, একটি মামলার রায় পক্ষে দেওয়ার চুক্তিতে গত আগস্ট মাসে দুই দফায় ১০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন জেলা স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা। কিন্তু শেষ পর্যন্ত রায় তাদের অনুকূলে দেননি। উল্লেখ্য, যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে গত তিনদিন আগে পটুয়াখালীতে বদলি করা হয়। যশোরে দায়িত্ব পালনকালে তার আদালতে বেশ কয়েকটি আলোচিত মামলার রায় ঘোষিত হয়। এর মধ্যে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মশিউর রহমানের বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ- ১ আসনের সাবেক সাংসদ এম আব্দুল ওহাবের ৮ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর