সোনাগাজী থানায় হস্তান্তর করা হবে ওসি মোয়াজ্জেমকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 08:47:05

ঢাকাতে গ্রেফতার হলেও ওসি মোয়াজ্জেম হোসেনকে ফেনী সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ কমিশনার মারুফ সরদার।

রোববার (১৬ জুন) মগবাজারের নিউ সার্কুলার রোডে অবস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডিসি মারুফ হোসেন সরদার বলেন, 'শাহবাগ থানাধীন কদম ফোয়ারার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে গোপন তথ্য ছিল তিনি এখানে থাকতে পারেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি মোয়াজ্জেম এখন শাহবাগ থানায় পুলিশের হেফাজতে আছে। আমরা সোনাগাজী থানায় ইতোমধ্যেই খবর দিয়েছ সেখান থেকে একটা টিম আসছে। তারা আসলে তাদের হাতে তাকে তুলে দেওয়া হবে।'

আরও পড়ুন: ওসি মোয়াজ্জেম গ্রেফতার

তাকে আদলতে তোলা হবে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, 'যেহেতু ওয়ারেন্টটি ফেনী সোনাগাজী থানা থেকে জারি হয়েছে। তারা কখন আদালতে তুলবে এটা তাদের বিষয়। সোনাগাজী থানায় তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। যতক্ষণ হস্তান্তর না করা হবে ততক্ষণ তিনি শাহবাগ থানায় রাখা হবে তাকে।'

২০ দিন পলাতক ছিল। এতদিন সে কোথায় ছিল? কেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি মারুফ হোসেন বলেন, 'এটা বলা যাবে না। কারণ কেউ গ্রেফতারের পর বলবে না যে সে কোথায় ছিল।'

মোয়াজ্জেম সকালে আদালতে জামিনের জন্য গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি সত্য কি না? এ বিষয়ে তিনি বলেন, 'এটা তার ব্যক্তিগত বিষয় সে কোথাও গিয়েছিল কিনা। আমাদের কাছে আসা গোপন তথ্য অনুযায়ী আমরা কদমফোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করি।'

জিজ্ঞাসাবাদে তিনি কি বলেছেন? উত্তরে মারুফ হোসেন বলেন, 'আমাদের এই থানায় তার নামে কোন মামলা নাই। তাই আমাদের জিজ্ঞাসাবাদ করার কোনো কারণ নেই। তারপরেও আমরা মাত্র কিছুক্ষণ আগেই ধরেছি, এখনো কথা বলার সময় পাইনি।'

উল্লেখ্য, রোববার (১৯ জুন) বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর