‘রংপুরের ঘটনার পেছনে ষড়যন্ত্র’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 23:13:35

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধারণা, রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি মনে করেন, ধর্মীয় অবমাননার কথিত অভিযোগ তুলে এ তা-ব চালানো হয়েছে। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু তদন্তের আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলছি না। আমরা টের পাচ্ছি এটা ষড়যন্ত্র।’ ফেসবুকে যে স্ট্যাটাসের অজুহাত তুলে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয় তার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে টিটু রায়ের গ্রেফতার হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিআইডি তার মুঠোফোনটি যাচাই করে দেখছে। যদি তার সম্পৃক্ততা থাকে, তাহলে আইন অনুযায়ী বিচার হবে। মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে গ্রেফতার না হয় সেদিকে লক্ষ রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত ১০ নভেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। সাত পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।

এ সম্পর্কিত আরও খবর