আন্তর্জাতিক নজরুল সেমিনার রোববার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 09:56:53

প্রেম ও দ্রোহের প্রতীক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তী উপলক্ষে 'বাঁশরি ও তূর্যের জয় হোক’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে রোববার (৩০ জুন)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে।

চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত সেমিনার প্রসঙ্গে জাতীয় কবি নজরুলের ১২০তম জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও চবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ বার্তা২৪.কমকে জানান, 'সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোনালিসা দাস, ওই বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টারের সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. স্বাতী গুহ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মানবেন্দ্রনাথ সাহা।'

অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, 'সেমিনারে নজরুল ও বিশ্বসাহিত্য, চলচ্চিত্রে নজরুল, নজরুলের শৈশব ও সাম্যবাদের ইশারা বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।'

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এবারই প্রথম এমন কোন বৃহৎ অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। এতে দেশ ও দেশের বাইরের নজরুল গবেষকগণ উপস্থিত থাকবেন। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশাল এবং জন্মস্থান আসানসোল থেকেও আলোচকরা আসবেন।'

তিনি জানান, 'জাতীয় ও আন্তর্জাতিক সঙ্কট-অবক্ষয় ঠেলে সামনে এগিয়ে যেতে বিদ্রোহের শক্তি ও প্রেমের যে শিক্ষা নজরুল দিয়ে গেছেন, তা আজ খুবই প্রাসঙ্গিক। এ কারণের আমরা মূল ভাবনা হিসেবে রেখেছি 'বাঁশরি ও তূর্যের জয় হোক', যাতে প্রেম ও দ্রোহ যুগপৎভাবে উদ্ভাসিত হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর