চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার মূল হোতা আব্দুন নুরের মরহেদ উদ্ধার করছে পুলিশ।
রোববার (৭ জুলাই) উপজেলার হাজীগঞ্জ চায়না অর্থনৈতিক অঞ্চলের পাহাড়ে তার মরদেহ পাওয়া যায়।
গভীর রাতে নিজেদের মধ্যকার বিরোধের জেরে বন্দুকযুদ্ধে আব্দুন নুরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গভীর রাতে নিজেদের মধ্যকার ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমরা সকালে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের মরদেহ হাসাপাতালে পাঠাই।
ওসি আরো বলেন, নিহত নুর আনোয়ারায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার মূল হোতা। এ ছাড়াও তার নামে তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে। গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামির জবানবন্দি নিয়েছি। জবানবন্দিতে ওই দুই আসামি নুরের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গত বুধবার (৩ জুলাই) রাত ৯টায় দিকে কারখানায় কাজ শেষ বাড়ির ফেরার পথে গণধর্ষণের শিকার হয় এক কিশোরী। ধর্ষণের পর ওই কিশোরীর পরিবারকে ফোন করে সেই খবরও দেয় ধর্ষকরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিএনজি চালিত অটোরিকশার চালকরা ওই কিশোরীকে গণধর্ষণ করে বলে প্রাথমিক তদন্তে ধারণা করেছিল পুলিশ।