ভারী বর্ষণে খুলনায় সড়কে জলাবদ্ধতা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 09:55:44

খুলনায় বর্ষা মৌসুমের প্রথম ভারি বর্ষণ হয়েছে। মৌসুমের কাঙ্ক্ষিত এ বর্ষায় নগরীর অধিকাংশ এলাকা পানিতে সয়লাব হয়ে যাওয়ায় নগরবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

শুক্রবার (১২ জুলাই) সকাল থেকে খুলনার আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশে মেঘের আনাগোনা বাড়তে থাকে। দুপুরে নামাজের সময় ঘন কালো মেঘে ছেয়ে যায় খুলনার আকাশ। দুপুর ৩ টার দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। যা স্থায়ী হয় প্রায় দুই ঘণ্টা। বিকাল ৫ টার দিকে ভারি বর্ষণ থেমে গেলেও সন্ধ্যা নাগাদ গুড়িগুড়ি বৃষ্টি ঝরে। ভারি বর্ষণের সাথে সাথে খুলনা নগরীর অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়। শহরের অধিকাংশ নর্দমায় যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি নেমে যেতে না পারায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, আষাঢ়ের প্রথম বর্ষণে নগরীর প্রধান সড়ক রয়েল মোড়, শান্তিধাম মোড়, শিববাড়ী মোড়, কেডিএ এভিনিউ থেকে শুরু করে খানজাহান আলী রোড, শের এ বাংলা রোড, রূপসা স্ট্যান্ড রোড, মতিয়াখালী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, পূর্ব বানিয়া খামার, বাবুখান রোড, মৌলভীপাড়া রোড, টিবি ক্রস রোড, আহসান আহমেদ রোড, হাজী মহসিন রোড, পিটিআই মোড়, কদমতলা রোড, রূপসা ব্রিজ রোড, ইসলামপাড়া রোড, লবণচরা বান্দা বাজার, দোলখোলা, মিস্ত্রীপাড়া, মিয়াপাড়া, বাগমারা, ইকবালনগর, রায়পাড়া, শামসুর রহমান রোড, ইসলামপুর রোড, বাইতিপাড়া রোড, দেবেন বাবু রোড, শেখপাড়া রোড, বসুপাড়া, নিরালা, করিমনগর, বেনী বাবু রোড, ধর্মসভা রোড, জোড়াগেট, নেভীগেট, বিআইডিসি রোড, সোনাডাঙ্গা, ছোট মির্জাপুর, গোবরচাকা রোডসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সাথে নগরীর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

 

বর্ষণে নগরীর পথঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় গণপরিবহন সংকট দেখা দেয়। বৃষ্টির পানির সাথে নোংরা পানিতে এখন একাকার নগরীর প্রতিটি সড়ক। ড্রেনের ময়লা-আবর্জনা এখন রাস্তার ওপর পানকৌড়ির মতো ভেসে বেড়াচ্ছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এছাড়া খুলনা ওয়াসার উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 

রিকশাচালক সরকার সাহা বার্তা টোয়েন্টিফোর. কম-কে বলেন, একটু বৃষ্টি হইলেই আর গাড়ি চালানো যায়না। সবখানে পানি জইমা যায়। আবার ওয়াসার পাইপ বসাবে, তাই সব রোড খুইড়া রাখছে। বৃষ্টি হইলেই এক্সিডেন্ট হয়।

 

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বার্তা টোয়েন্টিফোর. কম-কে বলেন, দুপুর ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত খুলনায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে খুলনার আশপাশে কোথাও ভারি আবার কোথাও হালকা বর্ষণ হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর