দালালদের ধরতে ডিসিদের সহায়তা চায় প্রবাসী মন্ত্রণালয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-14 00:21:43

দালালদের ধরতে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি বলেন, ‘ডিসিদের কোনো নির্দেশ দেইনি, সাহায্য চেয়েছি। দালালরা গরিব মানুষদের লুটেপুটে দেড় লাখ থেকে সাত লাখ টাকায় অবৈধভাবে বিদেশে নিয়ে যান। কিন্তু অবৈধ হওয়ায় সেখানে গিয়ে টাকা উপার্জন করতে পারেন না তারা। এটি দেশের জন্য অত্যন্ত খারাপ। ডিসিদের কাছে এ বিষয়ে সহায়তা চেয়েছি। ডিসিরা আমাকে আশ্বাস দিয়েছেন, তারা আমার সঙ্গে থাকবেন।’

বিদেশগামী কর্মীদের জেলা পর্যায়েই সব প্রক্রিয়া সম্পন্নের দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগেই কাজ শুরু করেছি। যারা বিদেশগামী আছেন, তাদের নিবন্ধনের ব্যবস্থা করেছি। এর মধ্যে ডাটা ব্যাংক হিসাব আমরা চালু করেছি। আমরা প্রত্যেক জেলা, এমনকি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাতে নিবন্ধন করা যায়, সেই ব্যবস্থা করব।’

সমুদ্রপথে বিদেশযাত্রার বিষয়ে তিনি বলেন, ‘যারা অবৈধভাবে যান, আমি তো পুরো সমুদ্র পাহারা দিয়ে রাখতে পারব না। কিন্তু যেটা করতে পারি, যারা তাদের নিয়ে যান, তাদের ধরতে পারলে নিশ্চই কাউকে ছাড়ব না। তথ্য থাকলে জানালে আমরা কাজে লাগাব।’

দালালদের ধরতে কিছুটা সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটা আমাদের কাজ না। পু্লিশকে দিয়ে আমাদের এটা করাতে হবে।’

প্রাবাসী শ্রমিক মারা গেলে মরদেহ আনতে হয়রানি হয়- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবাসে যারা মারা যান, বিশেষ করে যারা বৈধ পথে গেছেন, তাদের প্রাথমিক অবস্থায় দাফনের জন্য এয়ারপোর্টেই আমরা ৩৫ হাজার টাকা দিয়ে দিয়ে থাকি। তারপর কল্যাণ ফান্ড থেকে আরও তিন লাখ টাকা দেওয়া হয়। সমস্যা হয়, যারা অবৈধভাবে থাকেন, তাদের নিয়ে।’

এ সম্পর্কিত আরও খবর