চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 01:42:14

চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিংয়ের ইন্টার্ন ভাতা ও স্টাইপেন্ড বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে নাসিং শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মাধ্যমে নতুন কারিকুলাম দেওয়া হয়েছে। কিন্তু এই কারিকুলামের বিভিন্ন ফাউন্ডেশন কোর্স সমূহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোর্সগুলো অবমূল্যায়ন করা হয়েছে। আর এতে বাংলাদেশ বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স তার মান হারাবে বলে আমরা মনে করছি।

তারা আরও বলেন, এ বিষয়ে আমরা লিখিত ও মৌখিকভাবে একাধিকবার কর্তৃপক্ষকে প্রশ্ন করি। কিন্তু তারা আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো যৌক্তিক উত্তর আমাদের দেননি। অন্যদিকে বেসিক বিএসসি ইন নার্সিংয়ের কোর্স শেষে ৬ মাস ইন্টার্ন চালু রয়েছে। ২০১৪ সালে ৬ মাস ইন্টার্ন যুক্ত হয় এবং এর ভাতা নির্ধারণ করা হয় ৬ হাজার টাকা। বর্তমান সময়ে যেটা ২০ হাজার টাকায় উন্নীত করা আমাদের সময় উপযোগী দাবি।

মানববন্ধনে বাংলাদেশ বেসিক স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত শতাধিক নার্সরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর