ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 22:18:39

ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ওমর ফারুককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শাহ জামাল নয়ন (৬২), তার ছেলে রেজাউল করিম (৩৪), মৃত মিয়া হোসেনের ছেলে আজাহার (৫৭) ও রুহুল বক্সের ছেলে সুলতান (৫২)।

বুধবার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালে ৩০ মে সকালে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাঁটি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে আসামিরা আইয়ুব আলীর ছেলে ওমর ফারুককে লাঠি ও লাঙলের হাতল দিয়ে আঘাত করে আহত করে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নিলে পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১ জুন ফুলপুর থানায় নিহতের বাবা আইয়ুব আলী বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ঘটনা তদন্তে আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।

বিচার প্রক্রিয়া ও শুনানি শেষে মামলার ১২ বছর পর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর