রাজশাহীতে এইচএসসির ৩৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-30 10:55:10

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৪ হাজার ৭১৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে বোর্ডের অধীনস্থ ১৩ হাজার ৮২ জন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন। গত ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলে এই আবেদন প্রক্রিয়া।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ফল প্রকাশের পরদিন থেকে আমরা শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করেছিলাম। কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১৩ হাজার ৮২ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। কোনো কোনো শিক্ষার্থী একাধিক বিষয়েও আবেদন করেছেন। ফলে মোট আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৭১৫টি।’

অধ্যাপক আনারুল হক আরও বলেন, ‘পরীক্ষার্থীরা ইংরেজির দুই বিষয়ে বেশি উত্তরপত্র চ্যালেঞ্জ করেছে। বোর্ডে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র পুনঃমূল্যালয়নের জন্য আবেদন জমা পড়েছে ৫ হাজার ২৬২টি আর দ্বিতীয় পত্রে জমা পড়েছে ৪ হাজার ৬২২টি। আগামী ১০ আগস্ট আমরা পুনঃমূল্যালয়নের ফল প্রকাশ করব।’

জানা যায়, চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭২৯ শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর