মহাখালী টার্মিনালে বাসের টিকিট পেতে হাজারো মানুষের লাইন

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 12:26:32

মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের যাত্রীরা শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য।

লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, টিকিটের অপেক্ষায় তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন তারা।

নেত্রকোনার সালাম মিয়া বলেন, 'প্রায় তিন ঘণ্টা পর টিকিট পেয়েছেন। টিকিট পেয়েছি ঠিক, কিন্তু যাত্রী বেশি হওয়ার কারণে বাসের জন্যও অপেক্ষা করতে হচ্ছে।'

টিকিট ও বাসের জন্য অপেক্ষারত সুনামগঞ্জের যাত্রী রেনু আক্তার বলেন, 'ছোট বাচ্চাদের নিয়ে প্রায় ঘণ্টা অপেক্ষা করছি। কখন টিকিট পাব, কখন গাড়িতে উঠব জানি না। আমরা সকাল ৫টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, যেন টিকিট আগে পাওয়া যায়, কিন্তু কোনো লাভ হয়নি। টার্মিনালে এসেই দেখি বিশাল লাইন।'

ময়মনসিংহের যাত্রী শফিকুল ইসলাম বলেন, 'আমি পরিবার নিয়ে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছি এনা পরিবহনের টিকিটের জন্য। যে দীর্ঘ লাইন কখন টিকিট পাব তা বলতে পারছি না।'

তিনি বলেন, 'আমরা খুব ভোরে এসেছি, কিন্তু মানুষ বেশি হওয়াতে টিকিট পেতে দেরি হচ্ছে। কখন টিকিট পাবে কখন বাড়ি পৌঁছব কিছুই বলতে পারছি না।'

সরেজমিনে দেখা গেছে, এনা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা লাইন সবথেকে দীর্ঘ।

যোগাযোগ করা হলে এনা পরিবহন কাউন্টার মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'যাত্রী বেশি হওয়ার কারণে লাইন বড় হয়েছে। আমরা বাসের ব্যবস্থা করেই টিকিট ছাড়ছি যেন, টিকিট পাওয়ার পর যাত্রীদের বাসের জন্য বেশি সময় অপেক্ষা করতে না হয়।'

এ সম্পর্কিত আরও খবর