পোস্তায় আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 13:22:33

রাজধানীর লালবাগের পোস্তায় প্লাস্টিক ও পলিথিনের কারখানায় আগুন লাগার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান।

বুধবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, ‘ফায়ার ফাইটাররা এখন ওই কারখানার ভেতরে গিয়ে তল্লাশি করবে। আবার কোথাও আগুন জ্বলে উঠল কিনা দেখবে। এছাড়া ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা সেটিও দেখবে ।’

তিনি বলেন, ‘আগুন কেন লেগেছে এর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আগামীকাল সকালে অফিস খুললেই এই কমিটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুরান ঢাকার এলাকাগুলো পরিকল্পিত নয়, সেই জন্য ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের কিছুটা সময় লেগেছে। তাই আগুন নেভাতে কিছুটা দেরি হয়েছে।’

উল্লেখ্য, এর আগে বুধবার রাত ১টার দিকে লালবাগের পোস্তা এলাকার একটি প্লাস্টিক ও পলিথিনের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করেছে।

আরও পড়ুুন: পোস্তায় পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

এ সম্পর্কিত আরও খবর