এলজিআরডি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ২ পুলিশ সদস্য আহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 23:29:27

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ককটেল হামলায় আহত হয়েছেন মন্ত্রীর প্রোটকোলে থাকা এএসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুল। 

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ২ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার হাছিন উজ জামান। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় হাছিন উজ জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘মূলত পুলিশ প্রটোকলে এলজিআরডি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করেই ককটেল ছোড়া হয়।’

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এলজিআরডির মন্ত্রী তাজুল ইসলামের গাড়ি সাইন্সল্যাব এলাকা পার হওয়ার সময় জ্যামে পড়লে, প্রোটকোল অফিসার শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে জ্যাম ক্লিয়ারের চেষ্টা করেন। তখনই দুর্বৃত্তরা সাইন্সল্যাবের পুলিশ বক্সকে লক্ষ্য করে হাতবোমাটি ছোড়ে।’

এর আগে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি-ধানমন্ডি) আসানুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। ককটেলটি কতটুকু শক্তিশালী ছিল সে বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট জানাবেন। তদন্ত করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

এ সম্পর্কিত আরও খবর