শুরু হল ‘ব্যাংকক হসপিটাল হেলথ উইক’

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের উদ্যোগে তিনদিন ব্যাপী “ব্যাংকক হসপিটাল হেলথ উইক” শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪মে) রাজধানী ঢাকার হোটেল হলিডে ইন সিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই হেলথ উইক হয়।

তিন দিন ব্যাপী শুরু হওয়া হেলথ উইকের প্রথম দিন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামুল্যে স্বাস্থ্যসেবা দেন। এইদিন রুগী দেখেন ব্যাংকক হসপিটালের ডা. ক্রিয়েংকাই হেংরুসামি, ডা. পারমাইউস এবং ডা. উইচাই।

বিজ্ঞাপন

চিকিৎসা সেবা শুরু করার আগে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা হার্টের স্বাস্থ্যসেবা বিষয়ে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ডাক্তাররা র্হাট ভালো রাখার উপায় এবং চিকিৎসা সম্পর্কে অবগত করেন।

গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের স্বত্বাধিকারী সৈয়দ ইসহাক মিয়া বলেন, আমাদের দেশের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। এর মধ্যে থাইল্যান্ড অন্যতম। আমরা এই “ব্যাংকক হসপিটাল হেলথ উইক”এ ব্যাংকক হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছি। এখানে তারা ফ্রিতে চিকিৎসাসেবা দিবেন। যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার পরবে তারা যেন থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে পারেন আমরা তাদের সহযোগিতা করবো।

এইবারই প্রথমবারের মত গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম এবং থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিক্স এর যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে সব ধরণের সহযোগিতা পেতে গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের অফিসে যোগাযোগ করতে হবে। ঠিকানা - বাড়ি নং -০২, রোড -০৭, রুপায়ন প্রাইম টাওয়ার (লেভেল -০১), গ্রিন রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫ ।