ট্রাস্ট পরিবহনের সেই চালক গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:56:00

বেপরোয়া বাসের চাপায় রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি ট্রাস্ট পরিবহনের চালক মোরশেদকে গ্রেফতার করেছে পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর)।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বার্তাটোয়েন্টিফোর. কমকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) এসপি বশির আহমেদ।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৮ আগস্ট কৃষ্ণা রানীর স্বামী শ্যাম চৌধুরী ট্রাস্ট বাসের মালিক, চালক ও চালকের সহকারীকে অভিযুক্ত করে হাতিরঝিল থানায় মামলা করেন। 

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ট্রাস্ট পরিবহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় কৃষ্ণা রানী (৫২)। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার এক পা কেটে ফেলা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।

আরও পড়ুন, ‘জীবনের সবকিছু শেষ হয়ে গেল’

এ সম্পর্কিত আরও খবর