ঢাকায় ‘গ্যাং’ বলে কিছু থাকবে না: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 09:31:06

ঢাকা শহরে গ্যাং কালচার বলতে কিছু থাকবে না, সবাইকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার ( ৭ সেপ্টেম্বর) সকালে হোসনি দালান ইমামবাড়ায় আসন্ন পবিত্র আশুরা পালন উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন,  কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি-ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এছাড়া কাউকে আশুরার মিছিলে নাশকতা করতে দেয়া হবে না।

উল্লেখ্য, শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের সহিংসতা বন্ধে ইতিমধ্যে র‌্যাব পুলিশ মোহাম্মদপুর -মিরপুরে অভিযান চালিয়ে মোট ৩ শতাধিক সদস্যকে আটক করেছে।

আরও পড়ুন:হাতিরঝিল থেকে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য আটক

নাসিক মেয়রের বাড়ির সামনে থেকে ‌‌‘কিশোর গ্যাং’র ৩ সদস্য..

এ সম্পর্কিত আরও খবর