অভিবাসন সম্পর্কিত সুইজ প্রতিনিধি দল আসছে মঙ্গলবার

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:22:11

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অভিবাসন সম্পর্কিত বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর (বুধবার)। এ উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় আসছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সুইস প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন- সুইজারল্যান্ড সরকারের অভিবাসন বিষয়ক জাতীয় সচিবালয়ের আন্তর্জাতিক সহযোগিতা পরিচালক রাষ্ট্রদূত ভিনসেঞ্জো মাসিওলি। অভিবাসন নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং শ্রম অভিবাসন সম্পর্কিত আঞ্চলিক ও বহুপাক্ষিক প্রক্রিয়াসমূহ নিয়ে মতবিনিময় করা এই বৈঠকের উদ্দেশ্য।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রম অভিবাসন (বিশেষত উপসাগরীয় অঞ্চলে) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা সত্ত্বেও, অভিবাসী শ্রমিকরা কখনো নিজ দেশে অথবা তাদের গন্তব্যদেশে জটিল পরিস্থিতির সম্মুখীন হন। অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সুইজারল্যান্ড স্থানীয়, জাতীয় এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সুইস প্রতিনিধিদল ১২ সেপ্টেম্বর নরসিংদী জেলায় অভিবাসী শ্রমিকদের প্রত্যাবাসন এবং পুনর্বাসন বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করবেন। সুইজারল্যান্ড ও ডেনমার্কের অর্থায়নে ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুইস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনৈতিক ব্যাক্তিবর্গ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবে।

এ সম্পর্কিত আরও খবর