বেড়েছে ট্রেনের টিকিট বিক্রি, কমছে ছাদে ভ্রমণ

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 20:17:39

বিনা টিকিটে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ ঠেকাতে গত ২৬ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ রেলওয়ে। অভিযানের পর থেকে যাত্রীদের টিকিট কাটার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে কমছে ট্রেনের ছাদে ভ্রমণ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তাটোয়েন্টফোর.কমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বিশেষ অভিযানের ফলে গত ২০ দিনে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ২ হাজার ২৬ জনকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’

কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, কোনো যাত্রী বিনা টিকিটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাঙ্কারে ভ্রমণ করতে না পারেন সেজন্য অভিযান চলছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পুলিশ সদস্যরা ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে কঠোর নজরদারি করছেন। একইসঙ্গে কমলাপুর স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহ করা যাত্রীদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী মো. মোবারক হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘এই মাসে আমি বেশ কয়েকবার ট্রেনে যাতায়াত করেছি। বিনা টিকিটে ট্রেনের ছাদে উঠতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের তৎপরতা দেখেছি। এটা সাধারণ যাত্রীদের জন্য খুবই ভালো। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে এখনই ট্রেনে ঢিল নিক্ষেপের বিষয়ে কঠোর নজরদারি করতে হবে।’

বিশেষ অভিযানের বিষয়ে ঢাকা বিভাগের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট শহীদ উল্লাহ বলেন, ‘আমরা গত ২০ দিনে অনেক যাত্রীকে আটক করেছি। আটকৃতদের রেলওয়ে আইনে জেল জরিমানা করা হয়েছে। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কাজের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করেন, তবে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় প্রকার দণ্ড হতে পারে।’

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘বিশেষ অভিযানের ফলে যাত্রীদের টিকিট সংগ্রহ করে ট্রেনে যাত্রা করার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে কাউন্টারগুলোতে টিকিট বিক্রিও বেড়েছে। ফলে যাত্রীদের অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করার প্রবণতাও কমে এসেছে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, সকল স্টেশনে এই অভিযান চলছে।’

এ সম্পর্কিত আরও খবর