রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও নাম-পরিচয় ফলকে কাদা নিক্ষেপের ঘটনা ঘটেছে। উপজেলার অনুপমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আঁকা বঙ্গবন্ধুর ছবি ও নাম-পরিচয় ফলকে কাদা ও গরুর গোবর মিশিয়ে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে এসে বিষয়টি দেখতে পান। শিক্ষকদের ধারণা, রোববার গভীর রাতে কে বা কারা এমন নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে স্কুলের শিক্ষক, শিশু শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়- রোববার (১৫ সেপ্টেম্বর) স্কুল ছুটির সময় পর্যন্ত স্কুল ভবনে বঙ্গবন্ধুর ছবি ও নাম-পরিচয়ের ফলকে কোনো প্রকার ময়লা ছিল না। কিন্তু সোমবার সকালে এসে দেখা যায়, সেখানে কে বা কারা কাদা ও গরুর গোবরের মিশ্রণ নিক্ষেপ করেছে।
অভিযোগ পত্রে আরও বলা হয়, এতে জাতির পিতার সম্মানহানি করা হয়েছে। যাতে রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। এর আগেও কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটিয়েছে এক শ্রেণির নিকৃষ্ট মানুষ। তবে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় বারবার এমন ঘটনা ঘটে চলেছে। দ্রুত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হচ্ছে।
স্কুলের দু'জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'স্কুলের আশপাশে ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক প্রভাব রয়েছে। স্কুল ছুটির পর তারা এখানে ঘোরাঘুরি করে থাকেন। আমাদের ধারণা, জামায়াত-শিবিরের কর্মীরা এমন নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে।'
জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন বলেন, 'আমরা একই ঘটনার পুনরাবৃত্তি চাই না। এটা আমাদের কষ্ট দেয়। আমরা এমন ঘটনায় ক্ষুব্ধ। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এর সঙ্গে জড়িতরা যেই হোক না কেন, সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করেছি।'
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, 'আমরা এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। তাদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে।'