রাজশাহীতে সাড়ে তিন মণ অবৈধ পলিথিন জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-21 14:05:31

রাজশাহী মহানগরীর সাহেববাজারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন মণ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অবৈধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাফে মোহাম্মদ ছড়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, অভিযানের সময় মহানগরীর সাহেববাজার এলাকার ‘ওয়ান টাইম স্টোর’ থেকে ৬০ কেজি পলিথিন রাখার দায়ে দোকান মালিক রাসেল আহমেদকে ১৫ হাজার টাকা ও আসাদুল স্টোরের মালিক আসাদুল হককে ৭৫ কেজি পলিথিন রাখা ও বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষণার পরও এসব পলিথিন বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে দুই প্রতিষ্ঠানকে পরিবেশ রক্ষা আইন-১৯৯৫ এর ৬ ধারায় জরিমানা করা হয়। এর পাশাপাশি দোকানদার, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণদের মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়।’

এদিকে, অস্বাস্থ্যকর উপায়ে রান্না করার দায়ে ‘নিউ খাবার ঘর হোটেল’ মালিক তুহিন ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর