খালেদের মামলা ডিবিতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 00:22:22

অস্ত্র-মাদক ও মানি লন্ডারিং মামলায় গ্রেফতার ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন ভূঁইয়ার মামলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: দুই মামলায় সাত দিনের রিমান্ডে খালেদ

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (উত্তর) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহজাহান সাজু।

তিনি বলেন, ‘পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদও ডিবিতে করা হবে।’

আরও পড়ুন: খালেদের টর্চার সেলে যা পাওয়া গেছে

এদিকে, রাতে খালেদ মাহমুদ ভুঁইয়াকে অস্ত্র ও মাদকের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পৃথক দুই আদালত।

এর আগে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলাগুলো করে র‌্যাব। একই সঙ্গে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের অবৈধ ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা।

আরও পড়ুন: ইয়ংমেনসে দিনে লেনদেন হতো ৫ কোটি টাকা!

আরও পড়ুন: সন্ধান মিলেছে খালেদের টর্চার সেলের, আছে নির্যাতনের চিহ্ন 

এরপর তার গুলশান-২-এর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র ও মাদকসহ তাকে আটক করে র‌্যাব। গ্রেফতারের পর রাতভর তাকে দফায় দফায় জিজ্ঞাসা করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে দুপুর আড়াইটায় তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও খবর