দুর্গাপূজায় হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 21:35:25

দুর্গাপূজাকে কেন্দ্র করে হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো সহিংস ঘটনা হওয়ার তথ্য নেই। ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপের তথ্যও আমরা পাইনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হামলার শঙ্কা না থাকলেও সবগুলো পুলিশ লাইন প্রস্তুত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, কোনো হামলার আশঙ্কা যদিও নেই, তবে হামলা হলে যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের। আলাদা করে পুলিশ ফোর্সও তৈরি আছে।

দুর্গাপূজার প্রস্তুতির কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, পূজায় যেসব মন্দিরের পাশে মেলা হবে তা সংক্ষিপ্ত করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি। ভিভিআইপিরা যেসব মন্দিরে যাবেন, সেখানে ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে ইতোমধ্যেই তল্লাশি সম্পন্ন হয়েছে। পূজায় ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা করবে ডিএমপি। এছাড়া মণ্ডপে স্বেচ্ছাসেবকরা বিশেষ আর্মব্যান্ড পরে থাকবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে এবার ২৩৭টি পূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে চারটি পারিবারিক। ২৩৩টি পূজার মধ্যে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী ও কলবাগানের সার্বজনীন দুর্গাপূজাকে 'বিশেষ শ্রেণি' ভুক্ত করেছে ডিএমপি।

এছাড়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রমনা কালীবাড়ি, বসুন্ধরা সার্বজনীন দুর্গাপূজা, উত্তরা ও কৃষিবিদ ইন্সটিটিউটের পূজাকে 'বৃহত্তম' শ্রেণিতে রেখেছে ডিএমপি।

এছাড়া রাজধানীতে ৮৬টি পূজা মণ্ডপকে দুই তারকাবিশিষ্ট, ৭৭টি মণ্ডপকে এক তারকাবিশিষ্ট, ৬১টি মণ্ডপকে সাধারণ ক্যাটাগরিতে রেখেছে ডিএমপি।

এ সম্পর্কিত আরও খবর