সৌদি থেকে দেশে ফিরলেন আরো ১২০ কর্মী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 20:01:49

সৌদি আরব থেকে বাংলাদেশি কর্মীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। ১৩০ জন ফেরার একদিন পর শুক্রবার (৪ অক্টোবর) রাতে সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ ফ্লাইটে আরো ১২০ জন কর্মী ফিরে এসেছেন।

সৌদি কর্মীদের দেশে ফেরত আসার বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফিরে আসা কর্মীদের খাবারসহ জরুরি সহায়তা দিয়ে থাকে।

সৌদি থেকে ফেরত আসা ঢাকার আনোয়ার হোসেন বলেন, ‘সৌদি আরবে দোকানে কাজ করতাম। আকামার মেয়াদও ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে আমাকে দেশের পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সৌ‌দি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সে অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামাধারী ‍কর্মীরাও। নিয়োগ কর্তারাও কোনো দায়িত্ব নিচ্ছেন না।

উল্লেখ্য, চল‌তি বছর সৌ‌দি আবর থেকে অন্তত ১১-১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।

এ সম্পর্কিত আরও খবর