সম্রাটকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে র‍্যাবের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:42:19

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটকের পর এবার তাকে নিয়ে কাকরাইলের অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাব।

রোববার (৬ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পরে র‍্যাবের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন।

রোববার (৬ অক্টোবর) ভোর ৫টায় অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‌্যাব। এ সময় তার সহযোগী ক্যাসিনো আরমানকেও আটক করা হয়।

রাজধানীর ক্লাবপাড়ায় ক্যাসিনো ব্যবসা চালিয়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্রাট। র‌্যাব-পুলিশ সূত্র বলছে, ক্যাসিনোকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা সবাই সম্রাটের নাম বলেছেন।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে লাপাত্তা হয়ে যান যুবলীগের ঢাকা দক্ষিণের এই সভাপতি। সেই সময় তাকে না পেলেও আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে তার ডান হাত হিসেবে পরিচিত রাজধানীর ইয়ংমেন্স ক্লাবের মালিক ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

আরও পড়ুন:
যুবলীগ নেতা সম্রাট আটক
সম্রাটের বিরুদ্ধে যত অভিযোগ
কুমিল্লা সীমান্ত দিয়ে পালাতে চেয়েছিলেন সম্রাট
র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে সম্রাটের

এ সম্পর্কিত আরও খবর