ছাত্রলীগের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
বুধবার (৯ অক্টোবর) সকালে তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আবরারের বাসায় বিকেল ৩টা নাগাদ তিনি পৌঁছাতে পারেন। সেখানে গিয়ে উপাচার্য আবরারের পরিবারকে সমবেদনা জানাবেন এবং তার কবর জিয়ারত করবেন।
ভিসির একান্ত সচিব (পিএস) কামরুল হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার রাতে বুয়েটের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে আবরারের মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টায় কুষ্টিয়া শহরের পিটিটিআই রোডস্থ নিজ বাড়িতে আবরারের মরদেহ পৌঁছালে সেখানে আল-হেরা জামে মসজিদে সকাল সাড়ে ৬টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।