কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 02:59:27

লাইনচ্যুত বগি পুনঃস্থাপন করায় দীর্ঘ প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি পুনঃস্থাপন করায় ফের চালু হয় ট্রেন চলাচল।

এর আগে ভোর সাড়ে ৫টায় কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ স্টেশনের অদূরে মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় বগিটি লাইনচ্যুত হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেটের মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ থেকে আসা মালবোঝাই ট্রেনটি ময়মনসিংহ-জামালপুর হয়ে তারাকান্দি যাওয়ার কথা ছিল। ভোরে নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে বন্ধ হয়ে যায় ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।

খবর পেয়ে একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে এসে দুর্ঘটনাকবলিত বগিটি লাইন থেকে সরিয়ে লাইন মেরামত করার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

এ সম্পর্কিত আরও খবর