বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন শফিউল আলম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 23:29:06

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ ২৯ অক্টোবর ২০১৯ থেকে বাতিল করে আগামী ১ নভেম্বর অথবা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর বিশ্বব্যাংকের ওয়াশিংটন প্রধান কার্যালয়ে 'বিকল্প নির্বাহী পরিচালক' হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বর্তমানে বিশ্বব্যাংকের বাংলাদেশ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়োগের ফলে মোহাম্মদ শফিউল আলম তার স্থলাভিষিক্ত হলেন।

শফিউল আলমের জন্ম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজার জেলায়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের একজন সদস্য। ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি দেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব।

এ সম্পর্কিত আরও খবর