বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 12:05:37

বাংলাদেশ বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতি। এখানে বিদেশি বিনিয়োগের পরিবেশ খুবই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৬ অক্টোবর) ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো’-তে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‘মেইড ইন বাংলাদেশ: কোনও কিছুই অসম্ভব নয়’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৪ থেকে ১৬ অক্টোবর তিন দিনব্যাপী এ প্রদর্শনী আয়োজিত হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন যা উৎপাদন হয় তার জন্য একটা বড় বাজার দরকার। বাংলাদেশ নিজেই এখন ক্রয় ক্ষমতার দিক থেকে বড় বাজার। গত দশ বছরে সাড়ে ৬ শতাংশের উপরে প্রবৃদ্ধি ধরে রেখেছি।

শাহরিয়ার আলম আরও বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে রাজনীতি কিছুটা অস্থিতিশীল ছিল। এখন অবস্থা অনেক ভালো। দেশে বিদেশি বিনিয়োগ আসছে, যা দেশীয় উদ্যোক্তার জন্য ভালো খবর।

এ সম্পর্কিত আরও খবর